রবিবার ২০ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

TheArcArt

কলকাতা | সেন্ট জেভিয়ার্স প্রাক্তনীদের উপস্থিতি, বেঙ্গালুরুর উজ্জ্বল আয়োজনে লুকিং বিয়ন্ড

Sumit | ২৯ অক্টোবর ২০২৪ ১৮ : ৩৪Sumit Chakraborty


আজকাল ওয়েবডেস্ক: বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হল পঞ্চম জেভেরিয়ান মিট লুকিং বিয়ন্ড, এই আয়োজন যৌথ ভাবে করেছিল কলকাতা সেন্ট জেভিয়ার্স কলেজ প্রাক্তনী সংগঠন ও জেভিয়ার্স প্রাক্তনীদের দক্ষিণ শাখার (জোনের) সদস্যরা। গত ১৮ এবং ১৯ অক্টোবর এই অনুষ্ঠানটি হয়। এই অনুষ্ঠানকে ঘিরে বেঙ্গালুরুর নামজাদা হোটেল ও কনভেনশন সেন্টারে বসেছিল চাঁদের হাট। দুদিনের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন মিস ইউনিভার্স ২০১০ উষসী সেনগুপ্ত। ছিলেন জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার সৈয়দ কিরমানি, সংগীতশিল্পী কবিতা কৃষ্ণমূর্তি-সহ অনেকেই। আয়োজকদের তরফ থেকে জানানো হয়েছে, কলকাতা জেভিয়ার্সের প্রাক্তনীরা যেমন কলকাতা থেকে উড়ে গিয়েছিলেন বেঙ্গালুরুতে, তেমনই সাউথ জোনের ১৫০-এর বেশি প্রাক্তন ছাত্রছাত্রীরা এই আয়োজনে অংশ নিয়েছিলেন। 

 

১৮ অক্টোবর সন্ধেয় আয়োজন করা হয়েছিল নৈশভোজের। সেই আয়োজনে সঙ্গীত পরিবেশন করেন সুনীল কোশি। সেখানে তার পর অনুষ্ঠিত হয় মিন্ত্রার আয়োজনে ফ্যাশন শো এবং সেনকো গোল্ডের আয়োজনে অলঙ্কার শো। ছিল বেসরকারি রেডিওর জুলিয়াস শর্মার একটি অনুষ্ঠান। 

 

পরের দিন, এই আয়োজনে আনুষ্ঠানিক সূচনা হয় প্রার্থনার মাধ্যমে, সেটি পরিচালনা করেন সেন্ট জেভিয়ার্স কলেজ কলকাতার রেক্টর জেরাজ ভেলুস্বামী। এ দিনের অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেছিলেন সেন্ট জেভিয়ার্স কলেজ কলকাতার প্রিন্সিপাল ডমিনিক স্যাভিও ও কর্ণাটক সরকারের শ্রম দফতরের উপমন্ত্রী সন্তোষ এস ল্যাড। এদিন সোয়ান লেক ব্যালের আদলে একটি নৃত্য অনুষ্ঠান পরিবেশন করেন সঞ্জলি ড্যান্স ট্রুপ, নেতৃত্বে ছিলেন শর্মিলা মুখোপাধ্যায়। এর পর ক্রীড়া জগতের উজ্জ্বল নক্ষত্র সৈয়দ কিরমানির সঙ্গে একটি সাক্ষাৎকার আড্ডার অধ্যায় জমিয়ে দেয় এই অনুষ্ঠান। জেভিয়ার্স কলকাতার প্রাক্তন ছাত্রী ও সাউথ জোনের প্রাক্তন ছাত্রীদের সম্মিলিত প্রয়াসে অনুষ্ঠিত হয় একটি নৃত্যের অনুষ্ঠান, নাম ছিল আগমনী। 

এই অনুষ্ঠানে দ্বোধনী নৃত্য পরিবেশন করেন রাশিকা রায়। তিনি শিবম দি মাহি বিষয়ে উপর নৃত্য পরিবেশন করেন। এরপর ক্রিকেট নিয়ে একটি আলোচনা করেন চারু শর্মা। এরপর বাণিজ্য নিয়ে একটি আলোচনা হয়, সেখানে অংশ নেন অত্রি ভট্টাচাৰ্য। তার সঙ্গে ছিলেন ডক্টর সুবর্ণ বোস এবং ডক্টর গোপীচাঁদ কাতরাগ্গাদা। এরপর পদ্মশ্রী কবিতা কৃষ্ণমূর্তি এবং সৈয়দ কিরমানিকে সংবর্ধনা দেওয়া হয়। 

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন এসএক্সসিসিএএ-র সভাপতি ফিরদাউসুল হাসান এবং এসএক্সসিসিএএ-র দক্ষিণ শাখার কো-অর্ডিনেটর রুদ্রশঙ্কর রায়। অজয় নগর ক্যাম্পাসের জন্য দক্ষিণ জোন চ্যাপ্টারের সদস্যরা ৫ লক্ষ টাকার চেক প্রদান করেন।


The St. Xavier’s College Looking Beyond VBengalurukolkata

নানান খবর

নানান খবর

ভালবাসার নিজস্ব সময় এবং লয় আছে, দিলীপ ঘোষকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট অভিষেকের

'শুধু মর্নিংওয়াক করলে সারাজীবনেও ভালবাসা হবে না', বিয়ের পরের দিনই স্বমহিমায় দিলীপ

দিলীপ ঘোষের প্রেম, বিয়ে আর ‘এন্ট্রি ফি’! ইকো পার্কে মর্নিং ওয়াক করতে গেলে কত খসাতে হয় জানেন?

প্রতিভার প্রকাশ, চিত্র শিল্পীদের উৎসাহিত করতে গ্যালারি গোল্ড-এ বিশেষ প্রদর্শনী

প্রথম স্ত্রীর অনুমতিতে বিয়ে করেছিলেন বান্ধবীকে, অরুণলাল দিলীপকে বলছেন 'তোয়াক্কা নয়'

‘আমাদের ডাল-ভাত বলেছিলেন, এবার ওঁরও ডাল জুটল’, দিলীপ বিয়েতে শুভেচ্ছা বৈশাখীর

রাজনৈতিক মতাদর্শকে সরিয়ে রেখে সৌজন্যের নজির, দিলীপ ঘোষকে শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রীর

কাজের ঢালাও প্রশংসা, কলকাতায় নতুন প্রজন্মের ক্যাডেটদের সংবর্ধনা দিলেন এনসিসি-র ডিরেক্টর জেনারেল

বিয়ে বাড়ি থেকে ফেরার পথে লেদার কমপ্লেক্স এলাকায় বাইক দুর্ঘটনা, মৃত্যু যুবকের

শহর কলকাতায় ফের অস্বাভাবিক মৃত্যু, সরশুনায় ঝুলন্ত ব্যক্তির দেহ উদ্ধার!

অটিজম শিশুদের নিয়ে চিন্তা? একাধিক সংগঠনকে সঙ্গে নিয়ে পাশে দাঁড়াল এনআরএস হাসপাতাল

সরকারি-বেসরকারি সম্পত্তি নষ্ট করলে ক্ষতিপূরণ আদায় করতে হবে, কড়া হতে বললেন মমতা

দুই বাসের রেষারেষি, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা 

সপ্তাহের শুরুতেই বাংলাজুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, কেমন থাকবে পয়লা বৈশাখের আবহাওয়া?

সোশ্যাল মিডিয়া